Monday, July 25, 2011

PTC থেকে অনলাইন আয়


PTC নিয়ে এর আগেও একটা পোষ্ট দিয়েছিলাম। আজ একটু বিস্তারিত আলোচনা করবো কিভাবে PTC থেকে আয় করা যায়।

আমি মুলত একজন ফুলটাইম freelancer। অনলাইন এ আয় করি, তাই অনেকেই আমার কাছে আসে কাজের জন্য। কিন্তু সবাই কে তো আর কাজ দিতে পারিনা। তাই তাদের PTC করার জন্য বলতাম। কিন্তু কিছুদিন পর ওরা সবাই আমাকে গালমন্দ করা শুরু করলো। PTC থেকে নাকি আয় করা যায় না। শেষমেষ আমি নিজেই নেমে পড়লাম, কিভাবে PTC থেকে আয় করা যায় গবেষণা করতে। গত ২ মাসের অভিঞতা শেয়ার করবো। যদি আপনাদের কাজে লাগে তাহলে ভালো লাগবে।

আমি এখানে Neobux সাইট টি নিয়ে আলোচনা করবো। অন্যান্য সাইটেও এই টিপস গুলো কাজে লাগবে (সব সাইটেই সিস্টেম একই)।

PTC তে ব্যর্থ হও্য়ার একটা বড় কারণ হলো, প্রচুর scam সাইট আছে, প্রায় ৯৫ ভাগই scam সাইট। তাই PTC নিয়ে কাজ করতে হলে প্রথমেই elite বা legit সাইট খুজে বের করতে হবে(এটাই কঠিন কাজ)। Neobux একটি elite সাইট। গত ৩ বছর এই সাইট টি তাদের মেমবার দের কোনো অভি্যোগ ছাড়াই পে করে আসছে (instant payment)। এখন দেখি কিভাবে এই সাইট থেকে আয় করা যায়।

এই সাইট এ রেজিষ্ট্টেশন ফ্রি। রেজি: করার পর এই সাইট এ লগ ইন করলে View Advertisements দেখতে পাবেন, এটাতে ক্লিক করুন। পেজ টি ওপেন হলে দেখতে পাবেন আপ;নার জন্য কিছু এড আছে যেগুলো আপনাকে ভিজিট করতে হবে। একটা এডের ওপর ক্লিক করলে ছোটো লাল একটা চিন্হ আসবে, লাল টার ওপর ক্লিক করলেই এডটি ভিন্ন একটা ট্যাবে ওপেন হবে। কিছুক্ষন ওয়েট করলেই মেসেজ আসবে Advertisement validated! $0.001 were credited in your account. এইভাবে দিনে ১৫/২০ টা এডস পা্ওয়া যাবে। সব ভিজিট হয়ে গেলে আপনার নামের পাশে দেখতে পারবেন কত $ জমা হয়েছে। $২ জমা হলে আপনি এলার্টপে তে $ নিতে পারবেন।

এভাবে $২ জমা হতে প্রা্য় ২ মাস সময় লেগে যেতে পারে!!!

এখন প্রশ্ন হল, এতদিন ধরে কাজ করে $২ দিয়ে কি হবে? আসলে PTC তে ব্যর্থ হওয়ার এটাই মুল কারণ।

আসলে PTC একটা দলীয় খেলার মত, একা একা এইখানে খুব বেশি কিছু করা যায় না। সফল হতে গেলে আপনার একটা দল(team) লাগবে।

২ ভাবে দল বানানো যায়। Direct referral এবং Rent referral। Neobux এ জয়েন করার ৩০ দিন পর থেকে Direct referral নে্য়া যায় (অন্য সাইট এ জয়েন করার পর থেকেই যায়)।

Direct referral: ৩০ দিন একা একা কষ্ট করে কাজ করার পর আপনি Direct referral এর মাধ্যমে অন্য কে জয়েন করাতে পারবেন। Banners এ ক্লিক করলে রেফারেল লিংক পাওয়া যাবে। এই লিংকের মাধ্যমে যারা জয়েন করবে তাদের কে নিয়ে আপনার টীম হবে। তারা ক্লিক করলে তাদের আয়ের একটা অংশ আপনি পাবেন। standard member রা পাবে প্রতি ক্লিক এ $০.০০৫। standard member ৩০ জন Direct referral নিতে পারবে (upgrade করলে বাড়বে)। এখন আপনরা যদি ৩০ জন Direct referral থাকে এবং তারা যদি গড়ে প্রতিদিন ২টা ক্লিক করে তাহলে টোটাল ক্লিক ৬০ টা, আয় ৩০ সেন্ট প্রতিদিন + আপনার আয়।

Rent referrals: রেন্ট রেফারেল হল PTC থেকে আয় করার সবচে গুরুত্বপুর্ন টেকনিক। জয়েন করার পর পরই রেফারেল রেন্ট নেয়া যায়। এই জন্য invest করা লাগে। আপনার alertpay তে যদি $ থাকে তাহলে আপনি invest করতে পারবেন। এই জন্য alertpay অবশ্যই ভেরিফাইড হতে হবে (ক্যাশআউট করার জন্য ভেরিফাইড না হলেও চলবে)।
Neobux এ রেন্ট করার রেট এই রকম: $০.6০ -> ৩ জন (৩০ দিন মে্য়াদ)
$১ -> ৫ জন (৩০দিন)
$২-> ১০ জন(৩০দিন)
$৫-> ২৫ জন
$২০->১০০ জন।

৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করা যায়। রিনিউ করার সময় ২৪০ দিনরে জন্য রিনিউ করা ভাল, তাহলে ৩০% ডিসকাউন্ট পা্ওয়া যায়।

এখন আপনি যদি ১০০ জন রেন্ট নিয়ে কাজ করেন আর তারা যদি গড়ে ২টা ক্লিক করে তাহলে $১ প্রতিদিন আয় করা যাবে। standard member ৩০০ জন রেন্ট নিতে পারবে(upgrade করলে বাড়বে)।
যদি রেন্ট রেফারেল ক্লিক না করে (একটিভ না) তাহলে recycle করা যাবে। recycle চার্জ $০.০৭ প্রতি জন।

Upgrade: ফ্রি রেজি: করলে standard member হয়। standard member থেকে Upgrade করলে golden member হবে। golden member হতে $৯০ লাগবে ১ বছর এর জন্য। Upgrade করলে Direct referral/Rent referrals লিমিট বেড়ে যাবে। ২০০০ রেন্ট রেফারেল নেয়া যাবে এবং সব চে বড় কথা ক্লিক value বেড়ে $০.০১ হবে।

আপনি যদি Upgrade করেন এবং ২০০০ রেন্ট রেফারেল নেন তাহলে ৪০০০ ক্লিক (গড়ে ২ ধরে) এ $৪০ প্রতিদিন।

এভাবে একটি সাইট থেকে $১০০০+ আয় করা সম্ভব(আমি জানি অনেকেই আমার সাথে একমত হবেন না)।

তাহলে আর দেরি কেন? শুরু করে দিন আজ থেকেই।

আরও কিছু টিপস: Neobux toolbar ডাউনলোড করে নিন, এড আসলেই জানিয়ে দিবে।
এক পিসি থেকে একটাই একাউন্ট করুন।
নিয়মিত ফোরাম পড়ুন এবং সমস্যা থাকলে লিখুন।

No comments:

Post a Comment